বড় শহরগুলোতে ছিনতাই এখন এক নিত্যনৈমিত্তিক সমস্যা। দিন কিংবা রাত—যেকোনো সময়েই ছিনতাইকারীরা হামলে পড়তে পারে। তবে কিছু সাবধানতা অবলম্বন করলে এই বিপদ থেকে নিজেকে অনেকটাই নিরাপদ রাখা সম্ভব।
- ভালো ও নিরাপদ এলাকায় বাসা নেওয়ার চেষ্টা করুন। অপরাধপ্রবণ এলাকা এড়িয়ে যান। বাসা খুঁজতে নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম ব্যবহার করুন, যেমন THE TOLET। এখানে বিভিন্ন ভালো এলাকায় ফ্যামিলি, ব্যাচেলর বা অফিসের জন্য বাসা খুঁজে নিতে পারেন।
- অন্ধকারাচ্ছন্ন রাস্তা বা ফাঁকা জায়গা এড়িয়ে চলুন। যেখানেই যান, চেষ্টা করুন আলোকিত ও জনবহুল রাস্তা দিয়ে চলতে। হেডফোন কানে দিয়ে বা মোবাইলে মগ্ন হয়ে হাঁটবেন না। এ সময় আশপাশের পরিবেশে সজাগ দৃষ্টি রাখুন।
- মূল্যবান জিনিসপত্র প্রকাশ্যে ব্যবহার করবেন না। ব্যাগ, মোবাইল ফোন বা গহনা এমনভাবে রাখুন যেন সহজে নজরে না পড়ে। ব্যাগে বা পকেটে মূল্যবান জিনিস রাখার ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকুন।
- সন্দেহজনক ব্যক্তির কাছাকাছি চলে গেলে দ্রুত নিরাপদ দূরত্ব বজায় রাখুন। কারও আচরণ সন্দেহজনক মনে হলে, সাহায্যের জন্য নিকটস্থ দোকান বা জনবহুল স্থানে প্রবেশ করুন।
- যেকোনো বিপদে পড়লে উচ্চস্বরে চিৎকার করে সাহায্য চাইতে দ্বিধা করবেন না। ছিনতাইকারীরা সাধারণত আতঙ্ক সৃষ্টি করে মনোবল ভেঙে দিতে চায়। সাহসিকতার সাথে পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করুন।
নিজের সচেতনতা ও নিরাপদ বাসস্থান নির্বাচন আপনাকে অনেকটাই সুরক্ষিত রাখতে পারে। নিরাপদ এলাকায় থাকতে বাসা খুঁজুন THE TOLET-এর মাধ্যমে। মনে রাখুন, সচেতনতাই সুরক্ষার মূলমন্ত্র!