ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি উপজেলা আখাউড়া। উত্তরে ব্রাহ্মণবাড়ীয়া সদর উপজেলা, দক্ষিণে কসবা উপজেলা, পূর্বে ভারতের ত্রিপুরা রাজ্য এবং পশ্চিমে ব্রাহ্মণবাড়ীয়া সদর উপজেলা ও কসবা উপজেলা। এক সময়ের ভারতের ত্রিপুরার অন্তর্গত আখাউড়া বর্তমানে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশনের একটি। ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহের সাথে রেলযোগাযোগ রয়েছে এ জংশনের। সারাদেশের সাথে সহজ যোগাযোগের ব্যবস্থা বসবাসের জন্য বেশ উপযোগী করে তুলেছে আখাউড়া উপজেলাকে।