বরিশাল জেলার অন্তর্গত একটি উপজেলা আগৈলঝারা। এই উপজেলার পূর্বে ও উত্তরে গৌরনদী উজেলা, পশ্চিমে কোটালিপাড়া উপজেলা এবং দক্ষিণে উজিরপুর উপজেলা। কবি বিজয়গুপ্ত প্রতিষ্ঠা করা ফুল্লশ্রীর মনসা মন্দির, ধরাধর দীঘি সহ এই উপজেলায় রয়েছে উল্লেখযোগ্য কিছু দর্শনীয় স্থান। সরকারি শহীদ আবদুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ, কবীন্দ কলেজ (সংস্কৃত কলেজ), জোবারপাড় খ্রিস্টান মিশনারি স্কুল সহ রয়েছে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান। সরকারি হাসপাতাল, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রসহ রয়েছে বেশকিছু প্রাইভেট ডায়াগনিষ্টক সেন্টারও।