Terms & Condition - THETOLET.COM 🏠

Compare Properties

Click Icon For Compare

Terms & Condition

Terms & Condition


সাধারণ :

যে বাড়ির মালিক বা এজেন্ট তার বিজ্ঞাপনটি Thetolet.com-এ প্রকাশ করবেন তিনি Thetolet.com-এর সকল নিয়মকানুন মেনে প্রকাশ করতে বাধ্য থাকবেন।

অ্যাকাউন্ট:

যে কেউ Thetolet.com-এ অ্যাকাউন্ট খুলতে পারবেন। অ্যাকাউন্টের তথ্যগুলো অবশ্যই সঠিক হতে হবে। যদি কোন ব্যক্তি নকল অ্যাকাউন্ট খুলে এবং Thetolet.com-কর্তৃপক্ষ সেটা বুঝতে সক্ষম হয় তাহলে ঐ অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে।

অ্যাকাউন্টের ছবিসমূহঃ

প্রত্যেক ব্যক্তির Thetolet.com-এ অ্যাকাউন্ট খোলার সময় প্রোফাইলে নিজের ছবি যুক্ত করা উচিত(বাধ্যতামূলক নয়)।

মোবাইল নম্বরঃ

অ্যাকাউন্ট এবং বিজ্ঞাপনের জন্য মোবাইল নম্বর একটি গুরুত্বপূর্ণ তথ্য। সুতরাং মোবাইল নম্বরটি অবশ্যই আসল হতে হবে। যদি কোন ব্যক্তি নকল/ভুল মোবাইল নম্বর ব্যবহার করে এবং Thetolet.com-কর্তৃপক্ষ সেটা বুঝতে সক্ষম হয় তাহলে ঐ ব্যক্তির অ্যাকাউন্ট এবং বিজ্ঞাপন(মূল্য পরিশোধিত অথবা বিনামূল্যে হলেও) স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে।

ইমেইলঃ

ব্যবহারকারীদের Thetolet.com-এ বিজ্ঞাপন দেওয়ার জন্য একটি বৈধ ইমেইল ব্যবহার করতে হবে। ব্যবহারকারীর ইমেইলটি প্রকাশ্যে প্রদর্শিত হবে না। Thetolet.com-এর প্রয়োজনীয় তথ্য ব্যবহারকারীকে প্রেরণের জন্য কর্তৃপক্ষ ইমেইলটি ব্যবহার করবে।

বাসার মালিকদের জন্যঃ

আপনি যদি কোন বাড়ির মালিক হোন এবং আপনার বাড়ির বিজ্ঞাপন Thetolet.com-এ প্রকাশ করতে চান তাহলে অবশ্যই আপনার Thetolet.com-এর সকল নিয়মকানুন মেনে বিজ্ঞাপন প্রকাশ করতে হবে।

 • অবস্থানঃ

  Thetolet.com-এর ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনার বিভাগ/জেলা/অঞ্চল চিহ্নিত করে অবস্থান নিশ্চিত করুন। আপনার বাড়ির (বাড়ি নম্বর, সেক্টর নম্বর, রাস্তার নম্বর) ঠিকানাটি লেখার স্থানটিতে উল্লেখ করুন। আপনার বিজ্ঞাপনটি আকর্ষিত হওয়ার জন্য এমন স্থানের নাম/ফন্ট ব্যবহার করুন যেন বিজ্ঞাপনটি সহজেই অনুসন্ধানকারীর নজরে আসে। এমন একটি সংক্ষিপ্ত নাম ব্যবহার করুন যেটি (বাড়ি নম্বর/সেক্টর নম্বর/রাস্তার নম্বর নয়) পূর্বে লোকেশন বিভাগে ব্যবহার করা হয়নি।

 • সাধারণ তথ্যাবলীঃ

  যে মাস থেকে আপনার বাড়ি ভাড়া দেওয়ার জন্য প্রস্তুত থাকবে সেই মাসের নামটি উল্লেখ করুন। আপনার বাড়ি ভাড়ার জন্য টাকার পরিমাণ বা আলোচনার সুযোগ থাকলে তা উল্লেখ করুন। অবশ্যই তথ্যগুলো সঠিক হতে হবে।

 • বিস্তারিত তথ্যাবলীঃ

  আপনার বাড়ির সম্পর্কে বিস্তারিত লিখার জন্য বিকল্প হিসেবে একটি টেক্সট বক্স আছে। উক্ত টেক্সট বক্সে আপনার বাড়ি ভাড়া সংক্রান্ত বিস্তারিত লিখতে পারেন। উল্লেখ্য, মোবাইল নম্বর বা যোগাযোগের কোন তথ্য লিখতে পারবেন না। আপনি যদি মোবাইল নম্বর বা যোগাযোগের কোন তথ্য উক্ত টেক্সট বক্সে লিখেন তাহলে আপনার বিজ্ঞাপনটি তথ্য সুরক্ষার জন্য স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেওয়া হবে।

 • ছবিসমূহঃ

  Thetolet.com-এ ব্যবহার করার জন্য পরিষ্কার ছবি বাছাই করুন। ছবি ব্যবহার করা বাধ্যতামূলক নয় তবে ভাড়াটিয়াকে আকর্ষিত করতে ছবি ব্যবহার করা উত্তম। আপনার ব্যবহৃত ছবিটি অবশ্যই আসল হতে হবে। Thetolet.com কর্তৃপক্ষ যদি বুঝতে পারে আপনার ছবিটি নকল তাহলে আপনার বিজ্ঞাপনটি স্থগিত করা হবে।

 • গুগল মানচিত্রঃ

  আপনার বাড়ির অবস্থান সঠিকভাবে চিহ্নিত করার জন্য গুগলের মানচিত্র ব্যবহার করতে পারেন। Thetolet.com-এ রয়েছে মানচিত্রের মাধ্যমে সহজেই বাড়ি খুঁজে পাওয়ার সুযোগ। সুতরাং ভাড়াটিয়া যেন সহজেই আপনার বাড়িটি খুঁজে পায় সেজন্য গুগল মানচিত্রের মাধ্যমে আপনার বাড়ির অবস্থান নিশ্চিত করুন।

 • যোগাযোগের ঠিকানাঃ

  বিজ্ঞাপন দাতার বিজ্ঞাপন প্রকাশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যোগাযোগের ঠিকানা। আপনার সঠিক তথ্যগুলো এখানে ব্যবহার করুন। যদি Thetolet.com-এর যাচাইয়ের প্রয়োজন হয় তাহলে বিজ্ঞাপনে উল্লেখিত আপনার ঠিকানাটি যাচাই করবে। ভুল বা নকল তথ্য ব্যবহার করলে আপনার বিজ্ঞাপন প্রকাশ করা হবে না।

কুকিজঃ

Thetolet.com কুকিজ ব্যবহার করে, যার অর্থ Thetolet.com-এর সকল কাজ সঠিকভাবে সম্পন্ন করার জন্য আপনার কম্পিউটারে কুকিজ সক্ষম থাকতে হবে। কুকি একটি ছোট তথ্যের ফাইল যা আপনি ওয়েবসাইট ব্যবহার করার সময় আপনার হার্ড ড্রাইভে সংরক্ষিত হয়। কুকি ফাইলগুলোতে নির্দিষ্ট তথ্য থাকে। যেমন- ব্যবহারকারীর আইডির এলোমেলো সংখ্যা যা সাইটে পরিদর্শন করা পৃষ্ঠাগুলো ট্র্যাক করার জন্য কোন দর্শককে নির্ধারিত করে। কুকি আপনার হার্ড ডিস্কের কোন তথ্য পড়তে বা অন্য সাইটগুলোর দ্বারা তৈরি কুকি পড়তে পারে না। কুকিজ, নিজের জন্য, কোনও ব্যবহারকারীর পরিচয় সনাক্ত করতে ব্যবহার করা যাবে না।