আনন্দপুর, ব্যাংক টাউন, গেন্ডা, গেরোয়া, ভাগলপুর ইত্যাদি এলাকা নিয়ে গঠিত সাভার। এটি উত্তরে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা ও গাজীপুর সদর উপজেলা, দক্ষিণে কেরানীগঞ্জ উপজেলা, পূর্বে মিরপুর থানা, মোহাম্মদপুর থানা, আদাবর থানা, দার-উস-সালাম থানা, পল্লবী থানা ও তুরাগ থানা, পশ্চিমে ধামরাই উপজেলা এবং মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলা। সাভারে ১টি গণকবর, ২টি স্মৃতিস্তম্ভ এবং ২টি স্মৃতিসৌধ রয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও সরকারি বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সাভারে। বিভিন্ন প্রাইভেট চিকিৎসাকেন্দ্র ছাড়াও রয়েছে সম্মিলিত সামরিক হাসপাতাল। অন্যান্য এলাকার তুলনায় সাভারে বাসা ভাড়া অনেক কম। ছয় থেকে আট হাজার টাকার মধ্যে দুই রুমের ভালো বাসা পাওয়া যায় সাভারে। কিছু এলাকায় এর থেকে কম বেশি হয়।