বনশ্রী, বউ বাজার, মহানগর প্রজেক্ট, ওয়েস্ট রামপুরা’র মতো এলাকা নিয়ে গঠিত রামপুরা থানা। রামপুরার পূর্বে খিলগাঁও থানা, পশ্চিমে রমনা ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থানা, উত্তরে গুলশান ও বাড্ডা থানা, দক্ষিণে খিলগাঁও ও মতিঝিল থানা। বাংলাদেশ টেলিভিশন ভবন, আনসার ও ভিডিপি দপ্তর এমন বেশ কয়েকটি প্রতিষ্ঠানের অবস্থান রামপুরায়। শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসা কেন্দ্র, সাংস্কৃতিক ও বাণিজ্যিক দিক বিবেচনা করে রামপুরা বসবাসের জন্য অনেকেরই পছন্দের এলাকা। ৮ থেকে ১০ হাজার টাকায় সাধারণ বাসা ভাড়া পেতে পারেন এই এলাকায়। তাছাড়া ১৫ হাজার টাকায় জেনেরেটর, লিফট, গাড়ির গ্যারেজ ইত্যাদি সুবিধাসহ বাসা ভাড়া নিতে পারবেন।