বাংলামটর, ইস্কাটন, মগবাজার, নয়াতলা ইত্যাদি ছোট-বড় এলাকা নিয়ে গঠিত রমনা থানা। রমনা থানার পূর্বে রামপুরা, মতিঝিল ও পল্টন থানা, পশ্চিমে কলাবাগান, নিউমার্কেট ও তেজগাঁও থানা, উত্তরে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা এবং রামপুরা থানা, দক্ষিণে শাহবাগ থানা। ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, সিদ্ধেশ্বরী বয়েজ হাইস্কুল সহ বেশকিছু নামিদামী শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থান এই এলাকায়। রমনা গেইট, সিদ্বেশ্বরী মন্দিরের মতো প্রাচীন নিদর্শন রয়েছে এলাকাটিতে। প্রধান বিচারপতির বাসভবন, রাষ্ট্রীয় অতিথি ভবন, রমনা পার্ক, বাংলাদেশ শিল্পকলা একাডেমী, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, দুর্নীতি দমন কমিশন, ঢাকা অফিসার্স ক্লাব ইত্যাদি বেশ নামিদামী প্রতিষ্ঠানের অবস্থান এই এলাকায়। আবাসিক এলাকা হিসেবেও বেশ উপযোগী রমনা থানা। বারো থেকে পনেরো হাজার টাকায় ভালো মানের দুই রুমের বাসা পাওয়া যায় রমনাতে।