কথিত আছে, নতুন ঢাকায় যারা পা রাখে তারা মিরপুরে থাকে। বেশ বড় এলাকা নিয়ে গঠিত মিরপুর থানা। মিরপুর থানার উত্তরে শাহ আলী ও পল্লবী থানা, পূর্বে পল্লবী ও কাফরুল থানা, দক্ষিণে শেরেবাংলা নগর ও দারুস সালাম থানা এবং পশ্চিমে শাহ আলী ও দারুস সালাম থানা। মিরপুরের উল্লেখযোগ্য এলাকা ৬০ ফিট রোড, কল্যাণপুর, কাজীপাড়া, মিরপুর-১, মিরপুর-২, মিরপুর-৬, মিরপুর-৭, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, পল্লবী, সেনপাড়া পর্বতা, শেওরাপাড়া, শিয়ালবাড়ী ইত্যাদি। তুলনামূলক ভাবে ঢাকা শহরের মধ্যে মিরপুরের ভাড়া একটু কম। কারণ মনে হয়, মিরপুর সব অফিস আদালত থেকে অনেক দূরে। তবে যে কারণেই হোক এখন মিরপুরের ভাড়াও দিন দিন বাড়ছে। মিরপুর ৬, ৭, ২, এই এলাকাগুলো তে আপনি ১০-১২ হাজার টাকায় দুই রুমের বাসা পেতে পারেন। তবে এই এলাকাগুলোর মধ্যে মিরপুর ৬ ও ৭ এ অনেক বাড়ির ভাড়া বেশি। এখানে ভালো মানের বাসাও রয়েছে। মিরপুর ১২ বা কালসী এর দিকে ১১ থেকে ১২ হাজার টাকায় দুই/ তিন রুমের ভালো বাসা পেতে পারেন। মিরপুর ১৪ এর দিকে কিছু ভালো মানের স্কুল থাকার কারণে ভাড়াটা একটু বেশি হয়।