ঐতিহ্যবাহী থানা লালবাগের উত্তরে নিউমার্কেট, দক্ষিণে কেরানীগঞ্জ উপজেলা, পূর্বে চকবাজার ও শাহবাগ থানা, পশ্চিমে হাজারীবাগ থানা। আজমপুর, বকশীবাজার, নবাবগঞ্জ, পুরাতন ঢাকা, পলাশী, রসুলবাগ, সদরঘাট ইত্যাদি এরিয়া নিয়ে গঠিত লালবাগ। এখানে রয়েছে বেশকিছু ঐতিহ্যবাহী জায়গা, বিশেষভাবে উল্লেখযোগ্য লালবাগ দুর্গ। লালবাগ এলাকায় অন্যান্য এলাকার তুলনায় মানুষ বেশি থাকে। যারফলে অন্যান্য এলাকার তুলনায় ভাড়া বেশি। অতি সাধারন এবং নিচ তলার বাসা ভাড়া করতে গেলে আপনাকে ১০ হাজার থেকে ১২ হাজার টাকা গুণতে হবে। বাসা দুই তিন রুমের হতে পারে। একটু মাঝারি ধরনের বাসার জন্য ১৫ হাজারের বেশি টাকা ভাড়ার প্রয়োজন হয়।