আদর্শবাগ, আনসারবাগ, বাসাবো, নন্দীবাগ, নন্দীপাড়া ইত্যাদি এলাকা নিয়ে গঠিত খিলগাঁও থানা। এর উত্তরে বাড্ডা থানা, দক্ষিণে মতিঝিল থানা, সবুজবাগ ও ডেমরা থানা, পূর্বে রূপগঞ্জ উপজেলা, পশ্চিমে রামপুরা থানা। বঙ্গবন্ধু কারিগরি অ্যান্ড বানিজ্য কলেজ, মহানগর কারিগরি স্কুল অ্যান্ড কলেজ, খিলগাঁও মডেল কলেজ, ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, খিলগাঁও মডেল স্কুল, খিলগাঁও সরকারি বালিকা বিদ্যালয়সহ বেশিকিছু নামীদামী শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এই এলাকায়। উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং শিক্ষা, চিকিৎসা সবকিছু হিসেব করে খিলগাঁও বসবাসের জন্য বেশ উপযোগী। খিলগাঁও থানার মধ্যে বাসাবো এলাকার ভাড়া অন্য এলাকার তুলনায় অনেক বেশি। এই এলাকায় দুই রুমের বাসার ভাড়া ১৪ হাজার থেকে ১৮ হাজার টাকা বা তারও বেশি। তাছাড়া অন্যান্য এলাকায় দুই রুমের বাসা ভাড়া ১০ হাজার থেকে ১২ হাজার টাকা।