বিবিরবাগিচা, কাজলা, মাতুয়াইল, রায়েরবাগ, শনির আখড়া ইত্যাদি ছোট ছোট এরিয়া নিয়ে গঠিত যাত্রাবাড়ী। যাত্রাবাড়ী থানার উত্তরে সবুজবাগ ও ডেমরা থানা, দক্ষিণে কদমতলী ও শ্যামপুর থানা, পূর্বে ডেমরা থানা, পশ্চিমে গেন্ডারিয়া ও সূত্রাপুর থানা। ফ্লাইওভারের কারণে যাত্রাবাড়ী থেকে অন্যান্য এলাকায় যাতায়াত করা খুবই সহজ। তাছাড়া যাত্রাবাড়ীতে সবকিছুই হাতের নাগালে, এমনকি পুরাতন ফার্নিচারের দোকানও রয়েছে এখানে। বাসা ভাড়ার জন্য যাত্রাবাড়ী বেশ উপযোগী। যাত্রাবাড়ী, শনির আখরা, সাইনবোর্ড ইত্যাদি এলাকার ভাড়া অনেক কম। দুই থেকে তিনরুমের বাসা আপনি ৮ থেকে ১২ হাজারে পাবেন। কোথাও কোথাও আপনি ৭ থেকে ১০ হাজার টাকায়ও দুই রুমের বাসা পেতে পারেন।