ঢাকা জেলার বৃহৎ একটি থানা বাড্ডা। আফতাবনগর, বাড্ডা ডিআইটি প্রজেক্ট, বেরাইদ, মেরুল বাড্ডা, মিডল বাড্ডা, উত্তর বাড্ডা, দক্ষিণ বাড্ডা, সাতারকুল ইত্যাদি এলাকাগুলো নিয়ে গঠিত বাড্ডা থানা। হাতিরঝিলের পাশেই অবস্থান হওয়ায় এখান থেকে ঢাকার উল্লেখযোগ্য অন্যান্য যেকোনো জায়গায় খুব সহজেই যাতায়াত করা যায়। শান্ত ও নিরিবিলি পরিবেশের জন্য আফতাব নগর, ব্যস্ত ও প্রাণবন্ত এলাকা দক্ষিণ বাড্ডা। সাশ্রয়ী মূল্যে বাসা ভাড়া নিয়ে থাকার জন্য বাড্ডা এলাকার বিকল্প নেই। বিশেষ করে চাকরিজীবীদের জন্য বেশ স্বাচ্ছন্দ্যের জায়গা বাড্ডা। ঢাকার বিভিন্ন এলাকায় যাওয়া-আসা করে এমন প্রায় সব রকমের বাস সার্ভিসই রয়েছে বাড্ডায়। এলাকার ভিতরে চলাচলের জন্য রয়েছে রিকশা। বেশ কিছু প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান এলাকাটির জনপ্রিয়তা আরও সমৃদ্ধ করেছে। অবসর সময় যাপনের জন্য পাশেই রয়েছে হাতিরঝিলের মনোরম পরিবেশ। বাড্ডা এলাকায় বাসা ভাড়া নিয়ে ঝামেলা পোহাতে হয়না। দুই বেডরুমের বাসা ৭/৮ হাজারের মধ্যেও পাওয়া যায় আবার ১৪/১৫ হাজারের মধ্যেও পাবেন। মোটামুটি সব বাজেটের বাসা’ই ভাড়া পাওয়া যায় এই এলাকাতে।